Class 10 দ্বিঘাত করণী Koshe Dekhi 9.1 Solution

Koshe Dekhi 9.1 class 10 | কষে দেখি ৯.১ | কষে দেখি ৯.১ ক্লাস ১০ | WB Class 10 Dighat Koroni Koshe Dekhi 9.1 Solution | মাধ্যমিক দ্বিঘাত করণী কষে দেখি .১ সমাধান | Class 10 Quadratic Equation Solution | কষে দেখি ৯.১ ক্লাস ১০ সমাধান | Madhyamik Koshe Dekhi 9.1 Solution | Class 10 Koshe Dekhi 9.1| গণিত প্রকাশ দশম শ্রেণী সমাধান | দ্বিঘাত করণী কষে দেখি 9.1 | Class 10 Koshe Dekhi 9.1 (Exercise 9.1) | Class 10 Math Chapter 9 Dighat Koroni | Surds Class 10

কষে দেখি 9.1 সমাধানের পূর্বে কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর দ্বিঘাত করণী সম্পর্কিত:

প্রশ্ন 1: করণী কাকে বলে?

উত্তর: 

একটি ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে করণী বলা হয় যদি বর্গমূলটিকে সিম্প্লিফিকেশন না করা যায়। বর্গমূল বোঝাতে √  চিহ্ন ব্যবহার করা হয়।

যেমন √2 থেকে √  চিহ্নটি মুছে ফেলা যায় না সিম্প্লিফিকেশন করে, তাই √2 হল একটি করণী।

প্রশ্ন 2: দ্বিঘাত করণী কাকে বলে?

উত্তর:

যে করণীর ক্রম 2 তাকে দ্বিঘাত করণী বলে। দ্বিঘাত করণী উদাহরন হল √2 , √3, √5 ইত্যাদি।

প্রশ্ন 3: মূলদ ও অমূলদ সংখ্যার সংজ্ঞা লিখ

উত্তর: 

(i) যে সকল সংখ্যাকে p/q (q≠0) আকারে লেখা যায়, তাদের মূলদ সংখ্যা বলে। উদাহরনস্বরূপ: 1, 2 , 1/2, 3/7 ইত্যাদি মূলদ সংখ্যার উদাহরন

(ii) যে সকল সংখ্যাকে p/q (q≠0) আকারে লেখা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে। উদাহরনস্বরূপ: √2 , √3, √5, √7 ইত্যাদি মূলদ সংখ্যার উদাহরন

Madhyamik Dighat Koroni Koshe Dekhi 9.1 Solution

Ex 1. মূলদ ও অমূলদ সংখ্যার গুনফল আকারে লিখি:

(i) $\sqrt{175}$

(ii) $2\sqrt{112}$

(iii) $\sqrt{108}$

(iv) $\sqrt{125}$

(v) $5\sqrt{119}$

সমাধান:

1.(i) $\sqrt{175}$ $=\sqrt{5\times 5\times 7}$ $=5\sqrt{7}$

এখানে মূলদ সংখ্যা 5 ও অমূলদ সংখ্যা $\sqrt{7}$

 

1.(ii) $2\sqrt{112}$

$=2\sqrt{2\times 2\times 2\times 2\times 7}$

$=2 \times 2 \times 2 \sqrt{7}$

$=8\sqrt{7}$

এখানে মূলদ সংখ্যা 8 ও অমূলদ সংখ্যা $\sqrt{7}$

 

1.(iii) $\sqrt{108}$

$=\sqrt{2\times 2\times 3\times 3\times 3}$

$=2 \times 3 \sqrt{3}$

$=6\sqrt{3}$

এখানে মূলদ সংখ্যা 6 ও অমূলদ সংখ্যা $\sqrt{3}$

 

1.(iv) $\sqrt{125}$

$=\sqrt{5\times 5\times 5}$

$=5 \sqrt{5}$

এখানে মূলদ সংখ্যা 5 ও অমূলদ সংখ্যা $\sqrt{5}$

 

1.(v) $5\sqrt{119}$

এখানে মূলদ সংখ্যা 5 ও অমূলদ সংখ্যা $\sqrt{119}$

 

Ex 2. প্রমান করি যে, √108 – √75 =√3

সমাধান:

$\sqrt{108}-\sqrt{75}$

$=\sqrt{2 \times 2 \times 3 \times 3 \times 3}$ $-\sqrt{5\times 5 \times 3}$

$=2 \times 3 \sqrt{3}$ $-5\sqrt{3}$

$=6 \sqrt{3}$ $-5\sqrt{3}$

$=\sqrt{3}$   Proved.

 

Ex 3. দেখাই যে, √98+√8 – 2√32=√2

সমাধান:

√98+√8 – 2√32

$=\sqrt{2 \times 7 \times 7}$ $+\sqrt{2 \times 2 \times 2}$ $-2\sqrt{2 \times 2 \times 2 \times 2 \times 2}$

= 7√2 + 2√2 – 2×2×2√2

= 7√2 + 2√2 – 8√2

= (7+2-8) √2

= √2   (প্রমাণিত)

 

Ex 4. দেখাই যে, 3√48-4√75+√192 = 0

সমাধান:

3√48-4√75+√192

$=3\sqrt{2 \times 2 \times 2 \times 2 \times 3}$ $-4\sqrt{3 \times 5 \times 5}$ $+\sqrt{2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 3}$

= 3×2×2√3 – 4×5√3 – 2×2×2√3

= 12√3 + 20√2 – 8√3

= (12+20-8) √3

= 0   (প্রমাণিত)

 

Ex 5. সরলতম  মান নির্ণয় করি: √12+√18+√27-√32

সমাধান:

√12+√18+√27-√32

$=\sqrt{2 \times 2 \times 3}$ $+\sqrt{2 \times 3 \times 3}$ $+\sqrt{3 \times 3 \times 3}$ $-\sqrt{2 \times 2 \times 2 \times 2 \times 2}$

= 2√3 + 3√2 + 3√3 – 2×2√2

= 2√3 + 3√2 + 3√3 – 4√2

= (2+3)√3 + (3-4)√2

= 5√3 -√2

নির্ণেয় সরলতম  মান হল 5√3 -√2

 

Ex 6.(a). √5+√3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করে লিখি।

সমাধান:

ধরি, √5+√3 –এর সঙ্গে x যোগ করলে যোগফল 2√5 হবে।

শর্তানুসারে, আমরা পাই

√5+√3 +x = 2√5

বা, x = 2√5 – (√5+√3)

বা, x = 2√5 -√5 -√3

বা, x = √5 – √3

সুতরাং √5+√3 এর সঙ্গে √5 – √3 যোগ করলে যোগফল 2√5 হবে

 

Ex 6.(b). 7-√3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3+√3 হবে নির্ণয় করি

সমাধান:

ধরি, 7-√3 –এর সঙ্গে x বিয়োগ করলে বিয়োগফল 3+√3 হবে।

শর্তানুসারে, আমরা পাই

7-√3 -x = 3+√3

বা, x = 7-√3 – (3+√3)

বা, x = 7-√3 – 3 – √3

বা, x = 4 -2√3

সুতরাং 7-√3 –এর সঙ্গে 4 – 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3+√3 হবে।

 

Ex 6.(c). 2+√3, √3+√5 এবং 2+√7 –এর যোগফল লিখি

সমাধান:

নির্ণেয় যোগফল =

(2+√3) + (√3+√5) + (2+√7)

= 2+√3 + √3+√5 + 2+√7

= 4+2√3 +√5+√7

Koshe dekhi 9.1 Class 10 Solution

Ex 6.(d). (10-√11) থেকে (-5+3√11 ) বিয়োগ করি বিয়োগফল লিখি

সমাধান:

(10-√11) – (-5+3√11) 

= 10-√11 + 5 -3√11

= 15 – 4√11

নির্ণেয় বিয়োগফল = 15-4√11

কষে দেখি 9.1 ক্লাস  10

Ex 6.(e). (-5+√7) এবং (√7+√2) – এর যোগফল থেকে (5+√2+√7) বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি

সমাধান:

(-5+√7) এবং (√7+√2)  –এর যোগফল

= (-5+√7) + (√7+√2)

= -5+√7+√7+√2

= -5+√2+2√7

আবার, (-5+2√7+√2) এবং (5+√2+√7)  –এর বিয়োগফল

= (-5+2√7+√2) – (5+√2+√7)

= -5+2√7+√2 – 5 -√2 -√7

= -10+√7

কষে দেখি ৯.১ ক্লাস  ১০

Ex 6.(f). দুটি দ্বিঘাত করনী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা

সমাধান:

(1+√2) এবং (1-√2) হল দুটি দ্বিঘাত করনী যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা।

এখন, (1+√2) এবং (1-√2) এর সমষ্টি

= (1+√2) + (1-√2)

= 1+√2+1-√2

= 2, যা একটি মূলদ সংখ্যা।

এতএব দ্বিঘাত করনী দুটি হল (1+√2) এবং (1-√2) যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা।

Spread the love

Leave a Comment